শূন্যস্থান পূরণ অংশ-৩
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষার ২ নম্বর প্রশ্নটি থাকে ‘শূন্যস্থান পূরণ’ এর ওপর।অধ্যায়-৩
১. হিন্দু শব্দের উৎপত্তি — দ্বারা।
উত্তর: পারসিকদের।
২. বর্তমান ইরানের প্রাচীন নাম —।
উত্তর: পারস্য।
৩. হিন্দুস্থানের অধিবাসীদের নাম —।
উত্তর: হিন্দু।
৪. হিন্দুধর্মের প্রাচীন নাম — ধর্ম।
উত্তর: সনাতন।
৫. ‘সনাতন’ শব্দের অর্থ —।
উত্তর: চিরন্তন।
৬. যা ছিল, আছে ও থাকবে—তাই —।
উত্তর: সনাতন।
৭. হিন্দুধর্মকে — ধর্মও বলা হয়।
উত্তর: বৈদিক।
৮. বেদের প্রত্যেক অংশকে বলা হয় —।
উত্তর: কাণ্ড।
৯. বৈদিক যুগের পরে আসে — যুগ।
উত্তর: পৌরাণিক।
১০. ধর্মচর্চার একটি অঙ্গ —।
উত্তর: নিত্যকর্ম।
Source of: Prothom alo
#সনাতনধর্মমতেমানবজীবনেরলক্ষ্য , #সনাতনধর্মঅর্থকি, #সনাতনঅর্থকি, #সনাতনধর্মকাকেবলে, #সনাতনশব্দেরবাংলাঅর্থ, #সনাতনধর্মকি, #সনাতনধর্মশব্দেরঅর্থকি, #সনাতনধর্মেরপ্রধানধর্মগ্রন্থেরনামকি,
No comments:
Post a Comment
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.