অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শের বাণী অনুসরণ করিয়া যে সব সাধক, পুরুষ, সাধন ভজনাদি করিয়া ভজন প্রিয় হইয়াছেন, তাঁহাদের রচিত ও প্রাচীন আর্য্য ঋষিদের রচিত ধর্ম্মীয় গ্রন্থ এবং বৈদিক শাস্ত্র হইতে সনাতন/হিন্দু ধর্মতত্ত্ব, পারমার্থিক প্রশ্ন এবং উত্তর, মুনি ঋষি সাধক মহাত্মা গণ সম্পর্কে, আচার্য্যগণের সিদ্ধান্ত, পূজার্চ্চনার নিয়ম এবং পদ্ধতি (স্তোত্র / মন্ত্র, পূজার্চ্চনা নিয়ম ও পদ্ধতি), ঈশ্বর/ভগবানের অবতার তত্ত্ব, একাদশী তত্ত্ব, আচার/উৎসব/পর্বদিন ,সনাতন ধর্ম এবং বিজ্ঞান, পবিত্র বেদ পাঠ, ধর্মিয় বক্তৃতা/ প্রবচন, দেব-দেবী তত্ত্ব, ভক্তি মূলক গান, মন্দির/তীর্থস্থান/পীঠস্থান , মতামত বিশ্লেষণ মূলক লেখা, শ্রীমদ্ভাগবদ্গীতা, ঊপনিষদ, মহাভারত, শ্রীমদ্ভগবদ্গীতা তত্ত্ব/রহস্য, শ্রীমদ্ভগবদ্গীতা রসামৃত, সনাতন ধর্ম গ্রন্থ সংগ্রহ (ই-বুক), সনাতন ধর্ম্মীয় গ্রন্থ পাঠ, সনাতনধর্ম দর্শন সংগ্রহ, শ্রীমদ্ভাগবদ্গীতা অডিও, পদাবলী মাধুর্য্য, ডাউনলোড, জানা-অজানা, সনাতন ধর্ম গ্রন্থ সংগ্রহ (ই-বুক) সাধন-ভজন উপযোগী শাস্র অনুযায়ী নিত্য প্রয়োজনীয় বিষয় বস্ত আদি এই ‘সনাতন ধর্মতত্ত্ব’ নামক ব্লগে প্রকাশ করা হইবে ।
এই ভব সংসারে জীবের বা মানবের যাওয়া আসা কেন ? কি কারনাদি ও ধর্ম কি ? কেন ধর্ম করিতে হয় ও শ্রীগুরু দেবের কি প্রয়োজন, কেন ?
নিত্য প্রভাতকালীন স্মরনীয় আরোধ্য দেবতার ধ্যান, বন্দনা, নাম জপ, আরতী কীর্ত্তনাদি ও প্রণামাদির মন্ত্র বর্ণনা করা হইয়াছে ।
প্রভাতে স্নানের নিয়মাদি তুলসী ও পুষ্প চয়নাদি ও পুষ্পের গুণাদি ও অর্পনের নিয়মাদি বর্ণনা করা হইয়াছে ।
তিলক ধারণাদি, তর্পণ ও তর্পণের নিয়মাদি ও সন্ধ্যা-আহ্নিকের যথাযথ নিয়মাদি বিস্তারিতভাবে উল্লেখ করা হইয়াছে ।
শ্রীগুরু, গৌর, গোবিন্দ, আরাধ্য দেবতার, বৈষ্ণব ও তুলসী বৃন্দাজীর স্মরণীয় ধ্যান, বন্দনা, পূজার্চনার নিয়ম পদ্ধতি ও প্রণামাদির মন্ত্র বিশেষভাবে প্রকাশ করা হইবে ।
সময় উপযোগী ভোগের নিয়মাদি ও চৌষট্টি মহান্তের নাম ভোগের নিয়ম পদ্ধতি, ভোগ আরতি কীর্ত্তনাদি ও প্রাসাদআদি গ্রহনের নিয়মাদি বিস্তারিতভাবে বর্ণনা করা হইয়াছে । মালা জপের নিয়মাদি ও সকাল সন্ধ্যায় নানাহ আরতি কীর্তনাদি ও ভজনীয় কীর্তনাদি প্রকাশ করা হইবে ।
বৌষ্ণব মহীমা, তুলসী বৃন্দাজীর মহিমা, নামের মহিমা, নাম সংকীর্তন মহোৎসবের বিধানাদি, নানাহ জানা ও অজানা বিষয়াদি বিস্তারিত ভাবে প্রকাশ করা হইবে । পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে শুদ্ধ কৃষ্ণপ্রীতি কামনা করি সবার জন্য ।
দাসানুদাস
শ্রীমান কৃষ্ণকমল দাস
No comments:
Post a Comment
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.