আমার হাতে কালি মুখে কালি | কাজী নজরুল ইসলাম | Amar Hate kali Mukhe kali | Nazrul শ্যামা সংগীত
আমার হাতে কালি মুখে কালি,
মা আমার কালিমাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি।।
মোরলেখাপড়া হ’ল না মা,
আমি ‘ম’ দেখিতেই দেখি শ্যামা,
আমি ‘ক’ দেখতেই কালী ব’লে নাচি দিয়ে করতালি।।
কালো আঁক দেখে মা ধারাপাতের ধারা নামে আঁখি পাতে,
আমারবর্ণ পরিচয় হ’লো না মা তোর বর্ণ বিনা কালী।
যা লিখিস মা বনের পাতায় সাগর জলে আকাশ খাতায়,
আমি সে লেখা তো পড়তে পারি মূর্খ বলে দিক্ না গালি মা,
লোকে মূর্খ ব’লে দিক্ না গালি।।
আমার হাতে কালি মুখে কালি, স্বরলিপি কাজী নজরুল ইসলাম কবিতা সমগ্র কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি বাংলাদেশ, কবিতা কাজী নজরুল ইসলাম নজরুলের বাংলাদেশ কবিতা কবিতা আবৃত্তি, কাজী নজরুল ইসলাম দুরন্ত কবিতা, আনন্দময়ীর আগমনে কবিতার মূলভাব,আমার হাতে কালি মুখে কালি,amar hate kali mukhe kali,আমার হাতে,amar hate,কালি মুখে কালি,kali mukhe kali,shreya,nazrul song,channel i,bangla gaan,better song,music song,music video,popular song,music gaan,nazrul sangeet,video song,nazrul geeti,video gaan,nazruler gaan,desi song,bangla song,old song,bangla music,চ্যানেল আই,নজরুল সঙ্গীত,নজরুল গীতি,পুরাতন গান,জনপ্রিয় গান,ভিডিও গান,দেশীয় গান,মিউজিক গান,বাংলা গান,বাংলা বেস্ট গান,শ্রেয়া
No comments:
Post a Comment
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.