রুমুঝুম রুমুঝুম নূপুর বাজে
আসিল রে প্রিয় আসিল রে।।
কদম্ব কলি শিহরে আবেশে
বেণীর তৃষ্ণা জাগে এলোকেশে
হৃদি ব্রজধাম রদ তরঙ্গে
প্রেম আনন্দে ভাসিল রে।।
ধরিল রূপ অরূপ শ্রীহরি
ধরণী হল নবীনা কিশোরী
চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ
চন্দ্রমা গগনে হাসিলো রে।
আবার মল্লিকা মালতি ফোটে
বিরহ যমুনা উথলি ওঠে
রোদন ভুলে রাঁধা গাহিয়া ওঠে
সুন্দর মোর ভালবাসিলো রে।।
-কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.